গত শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৩ টার সময় সাভার পৌর সভার ৯ নং ওয়ার্ড গেন্ডা পুকুর পাড় বালুর মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলির সঞ্চালনায় ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি ইবরাহীম হোসেন বাহাদুর এর সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ কফিলউদ্দিন,সাবেক তেঁতুল ঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল সরকার, আরো ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, এবং উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুব দলের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন ও সাভার পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন সাইফুল ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল গফুর সহ সাভার-আশুলিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page