মাদারীপুরের কালকিনিতে "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমবায় সমিতির সদস্যদের মধ্যে থেকে তাদের সমস্যা ও সমাধানের ব্যাপারে আলোচনা করা হয়।
কালকিনি উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি বিএম হেমায়েত হোসেন, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি আব্দুল মান্নান ফকির, সহ-সভাপতি শহিদুল সরদার, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য মোঃ শরিফুল ইসলাম মন্নান মুন্সী, সদস্য মোঃ রোমান বেপারী, এনায়েতনগর পানি উন্নয়ন সেচ প্রকল্প সমিতির সভাপতি বাবুল সরদার, বিভিন্ন সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, সদস্য, সাংবাদিকসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page