ঢাকা জেলা সাভার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সুশীল রাজবংশী (৪০) নামের মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে কিশোর গ্যাং এর এক সদস্য। এঘটনায় সাভার থানা পুলিশ এক কিশোর গ্যাং এর এক সদস্যকে আটক করেছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে গতকাল আনুমানিক রাত ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল রাজবংশী সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার রনজিৎ রাজবংশীর ছেলে। তিনি সাভারে একটি মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন বলে জানা গেছে । আটক কিশোর গ্যাং সদস্য গনেশ রাজবংশী একই এলাকায় বসবাস করেন।
নিহত সুশীল রাজবংশীর স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘আমার স্বামীর সাথে গণেশের কোন ধরনের সম্পর্ক ছিলোনা। গণেশ এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত ছিলো, এসময় আমার স্বামী গণেশকে উদ্দ্যেশ্যে করে বলেছে তুমি বয়োজ্যেষ্ঠ লোকের সাথে বেয়াদবি করছো কেন। এ কথা বলার সাথে সাথে গণেশ উত্তেজিত হয়ে আমার স্বামীকে বলেছে তুই কে, এখানে কথা বলার কেন কথা বলছিস। একথা বলেই চাকু দিয়ে আমার স্বামীর সারা শরীরে উপর্যুপরি আঘাত করে।
নিহত সুশীল রাজবংশীর স্ত্রী আসামী গণেশ সহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলো সকলের ফাঁসি দাবী করেন।
তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজে গেলে আমরা খেতে পাই, কাজ না করলে না খেয়ে থাকতে হয়। ওরা আমার ৫ বছরের ছেলেকে এতিম করছে, আমাকে স্বামীহারা করেছে। আমি খুনীদের কঠোর বিচার চাই।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গতকাল রাত ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাত করে হত্যা করে গণেশ নামের এক কিশোর। ঘটনার পরপরই হত্যাকারী গণেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page