শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহবুব আলম হত্যা মামলার আসামি মুকুল দফাদারকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৩ নভেম্বর) বিকালে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বিকালে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর আত্মগোপনে চলে যায় আসামিরা। তবে র্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক অভিযান চালিয়ে রবিবার বিকালে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে
You cannot copy content of this page