পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন সহ পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের হাওলাদার হাটের ইবা মেডিকেল হলের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা ও একই অভিযোগে সান্তনা মেডিকেল হলের মালিক মাসুদ করিম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page