শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছে। গতকাল রবিবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। এবং এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।
স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরেক যুবককে ঢাকায় পাঠানো হলে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এছাড়াও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান
তিনি আরও বলেন বর্তমানে পদ্মা সেতু এলাকায় মটরসাইকেল দু্র্ঘটনা ব্যপক হারে বেড়ে গেছে,বেশিরভাগ দুর্ঘটনার শিকার হচ্ছেন যুবকেরা,দুর্ঘটনার কারন হিসেবে তিনি জানান অতিরিক্ত মোটরসাইকেলের স্পিড ,ওয়ান ওয়ে রোড এ মোটরসাইকেল রেস করা,এ ক্ষেত্রে বেশিরভাগ তরুন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় ক্ষতি বেশি হচ্ছে বলে জানান তিনি ।
You cannot copy content of this page