রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের দাবিতে রাজবাড়ী জেলায় চলাচলকারী সকল লোকাল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস করেছে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
গত রোববার (৩ নভেম্বর) বেলা 11 টার দিকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতি আওতাভুক্ত লোকাল রুটে চলাচলকারী সব মিনিবাসের মালিক, শ্রমিক ও স্টাফদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গত ২৮ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাহী পরিষদের সকল সদস্যদের সাথে হাফ ভাড়া নিয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানিত বৈধ পরিচয়পত্র ধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ত জেলার চলাচলতা সকল লোকাল মিনিবাস থেকে অর্ধেক ভাড়া নিতে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল ফিতরের ঈদুল আজহার আগের দশ দিন ও পরের দশ দিন এবং শারদীয় দূর্গা পূজার আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন শিক্ষার্থীদের ফুল ভাড়া দিতে হবে।
রাজবাড়ীর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে আমরা জেলার মধ্যে চলাচলত সকল লোকাল বাস-মিনিবাসে শর্তসাপেক্ষে হাফ ভাড়া পাস চালু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page