জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার(৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে আবাদ ফসল বৃদ্ধির জন্য এসব সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে ৫ হাজার ২০০ জন মধ্যে সরিষা, ৫৪০ জনের মধ্যে গম, ভুট্রা ৪৫০ জন, পেঁয়াজ ১১০ জন, চিনা বাদাম ১১০ জন, মুগ ডাউল ৩০ জন,মসুর ডাউল ১০০ জন ও খেসারি ডাল ৭০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,কৃষি কর্মকর্তা এ,এল,এম রেজুয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page