জামালপুরের ইসলামপুর উপজেলা কোয়াটারের পদ্মা ভবনের নিচ তলা থেকে মটর চুরির ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গত ৩ নভেম্বর দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তি উপজেলা কোয়ার্টারের পদ্মা ভবনের নিচ তলা থেকে মটর চুরি করে নিয়ে যায়। উপজেলা কোয়াটারের সিসি ক্যামেরা ফুটেছে সনাক্ত করে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর বাজার এলাকার এমদাদুলের ছেলে কাইয়ুম (২৫) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে ইসলামপুর থানা পুলিশ।
৬ নভেম্বর উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে গায়ের টি-শার্ট সনাক্ত করে তার বাড়ি থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page