৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সোনালী ব্যাংক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া,
উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল), যুগ্ন আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন ইউনিয়ন বিএনপি নেতা আজম আলী খান, মনিরুজ্জামান মিন্টু, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান কবির বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি। যারা লুটপাট করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, শেখ হাসিনা ও তার দোসরা চোরের মত পালিয়ে গেছে। দেশের প্রশাসন ও পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষসহ বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করেছে। এদের বিচার এই মাটিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page