দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম। সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন মাজহারুল ইসলাম।
তিনি জানান, ডেঙ্গুর লক্ষণ থাকায় সকালের বাংলাদেশ পরিবারের সদস্যদের পরামর্শে পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর তবে চার-পাঁচ দিন যাবত আমি জ্বরে আক্রান্ত। গতকাল (বৃহস্পতিবার) সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’
মাজহারুল ইসলাম জানান, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।
২০১১ সালে ‘দৈনিক রুপালীদেশ’ পত্রিকায় লেখা-লেখির মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন মাজহারুল ইসলাম। তিনি সাংবাদিকতা ছাড়াও সাংবাদিক সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মাজহারুল ইসলাম ২০২৩ সালে দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে নিজ দক্ষতায় এই সংবাদপত্রটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
You cannot copy content of this page