শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার আসামি মনিরুজ্জামানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের ঘনিষ্ঠ সহচর মনিরুজ্জামানকে শুক্রবার (৮ অক্টোবর) রাতে শেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সাংবাদিকদের শনিবার (৯নভেম্বর)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার খরিয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ছিলেন মনিরুজ্জামান। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন বলেন, মনিরুজ্জামানের নামে হত্যা মামলা রয়েছে। শেরপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page