নীলফামারী জেলা জুড়ে পরিবেশ ও প্রকৃতি রক্ষার লক্ষ্যে তাল গাছের চারা রোপণের এক ব্যতিক্রমী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলার ধরণীগঞ্জ হাটের ডোমার-নীলফামারী মহাসড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব সোলাইমান আলী, এবং এটি পরিচালনা করে স্থানীয় সংগঠন ‘স্বপ্নীল নীলফামারী’।
০৮ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট কমান্ডার হারুনুর রশিদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন, যা পুরো উদ্যোগকে আরো প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন, “তাল গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বায়ু দূষণ কমাতে সহায়ক, পাশাপাশি কার্বন শোষণে ও স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।” তিনি আরো বলেন, “উপজেলা প্রশাসন ও বন বিভাগ এই মহৎ উদ্যোগকে সফল করতে সর্বদা প্রস্তুত থাকবে।” তাঁর বক্তব্যে তাল গাছের পরিবেশগত গুরুত্বের প্রতি আলোকপাত করে, তিনি পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের জন্য উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।
উল্লেখযোগ্য দিক হলো, তাল গাছের এই চারা রোপণ কর্মসূচি শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্যই নয় বরং রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। তাল গাছের ছায়া পথচারীদের আরাম দেয়, ঝড়-বৃষ্টিতে ভূমিক্ষয় রোধে সহায়ক ভূমিকা পালন করে এবং এটি রাস্তার পাশে সবুজ আচ্ছাদন তৈরিতে সহায়ক হবে। পাশাপাশি, এই গাছ স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায়ও সহায়ক ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তারা আশা করেন।
প্রভাষক জনাব সোলাইমান আলী বলেন, “নীলফামারী জেলা জুড়ে এই তাল গাছ রোপণ কর্মসূচি আমাদের জেলা সবুজায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই গাছগুলো স্থানীয় পরিবেশের মান উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।” তিনি আরও জানান, স্বপ্নীল নীলফামারী সংগঠনের মাধ্যমে এ ধরনের উদ্যোগকে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এ ব্যতিক্রমী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করেছেন। তারা সকলে মিলে এই উদ্যোগে অবদান রাখছেন, যা স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
নীলফামারী জেলায় এই উদ্যোগ ভবিষ্যতে আরো বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page