ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ০৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ- ২০২৪ উদ্বোধন করা হয়েছে।রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় শেরপুর শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা ও জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রমে মাধ্যমে জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এ প্রত্যাশা করেন। এর জন্যে চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তা কামনা করেন।
এসময় শেরপুর জেলা ট্রাফিক শাখার টিআই (প্রশাসন) পুলিশ পরিদর্শক (শওযা) মোহাম্মদ সোহেল রহমান, পুলিশ পরিদর্শক (শওযা) কার্তিক চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (শওযা) সৈয়দ মাহবুবুর রহমান, বিআরটিএ এর প্রতিনিধি ও জেলার পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page