মাদারীপুর জেলার শিবচরের হোগলার মাঠ এলাকায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।ঘটনাটি গত (শনিবার) দিবাগত আনুমানিক রাত ৯ টার সময় শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ০৯ নং ওয়্যাডে ঘটেছে। সরেজমিনে জানা যায়, পাচ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমজেদ আলী ফকিরের ছেলে প্রবাসী মোঃ সিরাজ ফকিরের স্ত্রী মোসা:এমি আক্তার (২৬) নামে এক গৃহবধূর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহতের ৮ বছর আগে বিয়ে হলেও তার কোন সন্তানাদি নেই।
এবিষয়ে জানতে চাইলে, নিহতের ভাশুড় ফোরহাদ ফকির বলেন, আমার ছোট ভাইয়ের বউকে গতকাল রাতে সাপে কামড় দেয়, তখন আমি বাজারে ছিলাম। সাপে কামড়ের বিষয়টি আমার ছেলে ফাহামিদ আমাকে ফোন দিয়ে বললে আমি তৎক্ষণাৎ এসে সাপে কাটার ক্ষত দেখতে পাই,,এবং সাথে সাথে রশি ও গামছা দিয়ে দুইটি বান দেই,পরে শিবচর হাসপাতালে নিয়ে যাই।
তিনি আরো বলেন,আমার ছোট ভাই সৌদি থাকে, বউয়ের মৃত্যুর সংবাদ শুনে ওর পাগল প্রায় অবস্তা, ছোট ভাই তার বউকে দেখার জন্য বাড়িতে আসতেছে আমার ভাই আসলেই লাশটি দাফন দেওয়া হবে,
কনিকা নামে বাড়ির অন্য এক সদস্য বলেন ,এমি আমার দেবরের বউ,আমরা সবাই মিলে খাবার খাওয়ার পরে আমার জা বাথরুমে যায়,বাথরুমটি ঘরের সাথেই ছিল, হঠাৎ চিৎকার দিয়ে বলে আমাকে কিসে যেন কামড় দিয়েছে,বাতির সুইজ জালাতে না জালাতেই বাথরুমে পা রাখতেই কামড় দেয় বলে এমি এসে আমাদের বিষয় টি জানায়,, সাথে সাথেই এমি তাদের বাড়ীতে ফোন দেয়, ফোন পেয়ে তার দুই ভাই এসে হোগলার মাঠ ঢালী কান্দি এক উজার কাছে নিয়ে যায়,পরে উজা চেস্ট করেও কিছু করতে না পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে,
পরে আমার বড় ভাশুড় ও এমির ভাইয়েরা মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরক্ত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এছাড়াও পাশের বাড়ীর জামান মিয়া নামে একজন বলেন মেয়েটি খুব ভালো ছিল।সবার সাথে হাসিখুসি ভাবে কথা বলতো।বিষটি খুবই দুঃখ জনক। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সাপে কাটা রোগীটি এখানে আনার আগেই মারা গেছে।
You cannot copy content of this page