র্দীর্ঘ দশ বছর দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রবাসী রাজিব হোসেন,পরিবার পরিজনের টানে দেশে ফিরে যান ফরিদপুরের ভাঙ্গার ছেলে রাজিব হোসেন।একবছর দেশে থাকার পর বৈধ কাগজপত্র না থাকায় গতমাসে সাউথ আফ্রিকায় ফিরতে চান নতুন করে ,ফিরেওছিলেন আবারো ভাগ্য বদলের আশায় কিন্তু আবারো চলে গেলেন না ফেরার দেশে।
এক বছর ছুটি কাটিয়ে ঢাকা থেকে ফ্লাই করে সরাসরি দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিক আসেন: সেখান থেকে সড়ক পথে দক্ষিণ আফ্রিকা প্রবেশের সময় পাহাড়ে নিজের অজান্তেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন। দক্ষিণ আফ্রিকায় ফেরার এক সপ্তাহের মধ্যে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৯ নভেম্বর) জোহানেসবার্গের বারাগোনাথ হাসপাতালে ইন্তেকাল করছেন; ইন্নালিল্লাহি…রাজিউন। মরহুম রাজিব হোসেনের দেশের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাড়সা গ্রামে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page