বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার দক্ষিণ চর দোয়ালী গ্রামের কৃতি সন্তান আরিফুর ইসলাম রিপন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পল্লীগীতি শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) শিল্পী আরিফুর ইসলাম রিপন বিষয়টি ঢাকা মেইল, সহ গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় গত বছরের শেষের দিকে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হয় ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে। ওখানে আরিফুর ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পল্লীগীতির অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে ওই বিভাগে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
তিনি বর্তমানে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত আছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভি ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে থাকেন। এছাড়াও ভোলা কোন সাংস্কৃতিক গানের আড্ডা হলেও সেই মঞ্চেও তাকে দেখা যায়।
আরিফুর ইসলাম রিপন বলেন, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) অডিশনে তালিকাভূক্ত শিল্পী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ কৃতিত্ব আমার একার নয়, মা-বাবা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকরা, পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীসহ সবার। এ অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্ন পূরণের লক্ষে সকলের দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page