শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১২ নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩৮) ও ছেলে উজ্জল মিয়া (২১) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তারা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মোঃ হারুনুর রশিদ ও তার স্ত্রী মোছাঃ রোকসানা বেগম এবং ছেলে উজ্জল মিয়া।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ হারুনুর রশিদ, মোছাঃ রোকসানা বেগম ও উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে হারুনুর রশিদের বসতবাড়ির ঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন ও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এব্যাপারে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক কারবারি বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page