সেগুনবাগিচা কচিকাঁচা মেলা মিলনায়তনে ১লা নভেম্বর ২০২৪ কবি আমজাদ শ্রাবণ এর সঞ্চালনায় উদযাপন হলো স্বপ্নের অনুভূতি জাতীয় সাহিত্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
১ম অধিবেশনে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল খালেক লিটন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুহা. আমির হোসেন (কবি ও সংগঠক)
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, তানিয়া শারমিন তানিশা (কবি সাহিত্যিক ও ইসলামিক গবেষক) ফারহানা আহম্মেদ পলি (কবি ও সাহিত্যিক) মোস্তফা কামাল পাশা কবি ও সাহিত্যিক) শেফালী হোসেন (কবি ও সাহিত্যিক) এম এম মোতাহার হোসেন (কবি ও সাহিত্যিক) শামীম মিয়া (কবি ও সাহিত্যিক) জালাল উদ্দিন জীবন ( গীতিকার গল্পকার কবি) হেলাল আহম্মেদ শান্ত
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম ধলু (কবি ও সাহিত্যিক) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম ( কবি ও পরিবেশ বিজ্ঞানী) উদ্বোধন করেন সারোয়ার উয়াদুদ চৌধুরী ( মুখপাত্র দূর্নীতি বিরোধী সমন্বয় কমিটি) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। এবি এম সোহেল রশিদ
বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন। মোসলেহ উদ্দিন (কবি ও সংগঠক) সেলিনা হোসেন (কবি ও সংগঠক) এম এ হালিম (কবি উপন্যাসিক ও কলামিস্ট) সাইফ সাদী ( কবি ও নজরুল গবেষক কুমিল্লা) সাইফুর রহমান মিনা (কবি ও সংগঠক) শ ম দেলোয়ার (কবি ও সংগঠক) হাসিনা মমতাজ হাসি (কবি পুঁথি সম্রাজ্ঞী ও আবৃত্তি শিল্পী অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক) গাজী মোঃ আব্দুল আলীম (কবি ও সংগঠক)
কবি শাহজাদা রিদওয়ান সাহিত্যকে ভালোবেসে দুই বছর আগে প্রতিষ্ঠিত করেছেন, স্বপ্নের অনুভূতি জাতীয় সাহিত্য পরিষদ। সাহিত্যের উন্নয়ন এবং প্রগতিশীল করার লক্ষে কবি ও সাহিত্যিকদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। আগামীতেও কাজ করে যাবেন সাহিত্যের উন্নয়নে।
স্বপ্নের অনুভূতি জাতীয় সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী গীতিকার কবি ও ইসলামিক গবেষক তানিয়া শারমিন তানিশা কে কবিতা ও গানে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, এবং কবিতায় অবদানের জন্য নির্বাচিত কবিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
You cannot copy content of this page