মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সহ ৪ জন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল সহ তার ৮ জন সহযোগী। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রুবেলদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে রুবেল সহ ৪ জন আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
আহতরা হলেন রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (২৪), মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, "আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ওমর ফারুক সহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। চিত্রনায়ক রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।