মানিকগঞ্জের সিঙ্গাইরে গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সিংগাইর সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং ৭ নং ওয়ার্ড, সিঙ্গাইর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ২-০ গোলে ১নং ওয়ার্ডকে পরাজিত করে বিজয়ী হোন।
মো. আবুল হোসেনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম (সাবেক ম্যানেজার সোনালি ব্যাংক পিএলসি) উপজেলা যুব দলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু,সিংগাইর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাদশা মিয়া, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. রাহেজ উদ্দীন ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাশার ও ধারাভাষ্যকার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট দ্বীন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল।
খেলায় ম্যন অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের খেলোয়াড় শুভ, শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হোন পরাজিত দলের খেলোয়াড় সোলাইমান ও সেরা গোলকিপার নির্বাচিত হন জিলক্বদ।
খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় মাঠ দর্শকে পূর্ণ হয়ে যায়কানায় কানায় । অনেক দর্শক মাঠের পাশে জায়গা না পেয়ে স্কুল ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।
You cannot copy content of this page