পারিবারিক কলোহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে হত্যা করেছে বাবা ফরহাদ গোমস্তা।
রোববার সকালে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আইরিন আক্তার মুক্তি(১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে।
এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তাকে অশ্লীলভাষায় কথা বলে ও গালাগালি করে। মেয়েকে নিয়ে আজেবাজে কথা বলে। একপর্যায় ফরহাদ গোমস্তা উত্তেজিত হয়ে তার মেয়ে আইরিনকে ঘরের ভেতরে থাকা কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থলে মৃত্যুবরন করে।
স্থানীয়রা আরো জানান, ফরহাদ দিনমজুরী করে সংসার চালায়। স্ত্রীর সাথে মাঝে মাঝেই ঝগড়াবিবাদ হয়। ফরহাদের স্ত্রীর সবসসয় তার সাথে পারিবারিক কলোহে জড়ায়। মেয়েকে নিয়েও বাজে কথা বলে।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেন জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলোহের জেরে ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা করে তার বাবা ফরহাদ গোমস্তা। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
You cannot copy content of this page