মাদারীপুরের শিবচরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর চান্দেরচর বাজার উপশাখার শুভউদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারের আবদুল জব্বার শিকদার মার্কেটের দ্বিতীয় তলায় ইউসিবি’র ১৪৭ তম শাখার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের শিবচর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও উমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।
ইউসিবি’র শিবচর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র ফরিদপুর অঞ্চলের প্রধান মিজানুর রহমান ও ইউসিবি'র হেড অব উপশাখা মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউসিবির ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম খান
ইউসিবি’র ফরিদপুর অঞ্চলের প্রধান মিজানুর রহমান বলেন, ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে আমাদের এ শাখার উদ্বোধন করা হলো। আমাদের এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবে।
এসময় ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও শরিয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপকগন ও ভবন মালিক আবদুল লতিফ শিকদা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page