গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল থেকে সতীশ রায় (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় রামশীলের শৈলদাহ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সতীশ রায় রামশীল গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে।
পারিবারিকসূত্রে জানা যায়, সতীশ রায় গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে বোরো ধানের বীজতলা তৈরী করার জন্য বাড়ি থেকে নৌকা নিয়ে বের হয়ে প¦ার্শবর্তী জমিতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিলো না স্বজনেরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সময় রামশীল গ্রামের বাড়ির প্রকাশ সরকার ও রমেন সরকার গ্রামের শৈলদাহ খালে মাছ ধরতে গিয়ে লাইটের আলোতে নৌকার পাশে একটি লাশ দেখতে পান। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সকলে নিশ্চিত হন লাশটি নিখোঁজ সতীশ রায়ের।
প্রত্যক্ষদর্শী প্রকাশ সরকার জানান, সতীশ রায়ে এক ছেলে, চার মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলে অসুস্থ থাকায় ভারতে চিকিৎসার জন্য গেছেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। গতকাল সকালে দুপুরের খাবার নিয়ে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। তার কোন শত্রæ নেই। এমন মৃত্যুতে সবাই মর্মাহত।
সকালে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, রামশীল গ্রামের শৈলদাহ খালে বৃদ্ধের লাশ ভেসে উঠেছে এমন খবর শুনে কোটালীপাড়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।