চট্টগ্রামে পাঁচতলা ভবনের ছাত থেকে পা পিছলে পড়ে সালাউদ্দিন বাবুল (৫০) মৃত্যু হয়েছে। তিনি স্বেচ্ছা সেবক লীগের একজন নেতা ছিলেন, রবিবার বিকেলে ইপিজেড থানা সিমেন্ট ক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সালাউদ্দিন বাবুল সিমেন্ট ক্রসিং এলাকার বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি দুই সন্তানের পিতা। ৩৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের একজন ত্যাগী নেতা ছিলেন।
তিনি ছাদ থেকে পা পিছলে নীচে পড়ে যান,গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন এবং পাড়া-পতি বেশির সহযোগিতায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মোহাম্মদ হোসাইন বলেন,সালাউদ্দিন বাবুল এর বাসার পানির পাইপ ফেটে যায়। পাইপের কাজ করার সময় তিনি কানিশের পাশে গিয়ে উপুর হয়ে পাইপ মেরামত দেখছিলেন। অসতর্কতা বসত পা পিছলে নিচে পড়ে যান।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।