সর্বশেষ
সর্বশেষ
আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে টাস্কফোর্স ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মনপুরার মেঘনায় ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা হৃদয়বিদারক ঘটনা মানিকগঞ্জে: মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার, বিষক্রিয়ার আলামত সাভারে শারদীয় দুর্গাপূজা ২০২৫: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতি চরফ্যাশন – মনপুরায় গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন অ্যাডভোকেট মো সিদ্দিক উল্লাহ মিয়া ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার একশ ছবি আমরা দেখেছি: বিএনপি নেতা খোকন  মনপুরায় জাতীয়তাবাদী তরুন দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয় নির্বাচনকে ঘিরে মনপুরায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পথ সভা অনুষ্ঠিত শিবচরে রেলওয়ে জমির বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আদনান রাহির সাফল্যের গল্প

নাইমুর রহমান নবাব, বিশেষ প্রতিনিধি / ২৬৪ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
AE7B0A78 30D3 47BF B679 05D44ED501F2

print news

সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনই সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু যারা পারেন, তারাই জীবনে সফল। এমন একজন উদ্যমী এবং তরুণ উদ্যোক্তা হলেন আদনান রাহি। যিনি দক্ষিণ আফ্রিকায় বিদেশের মাটিতে ইতিমধ্যে নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।

আদনান রাহির দেশের বাড়ি ফেনি জেলার দাগনভূইয়া থানায়। সবার মতো আদনানের ও ব্যাবসা করার প্রবল ইচ্ছে থাকায় সব সময় তার মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া ঘুরে বেড়াতো। কিন্ত ভ্রমণের প্রতি নেশা তার ছোট বেলা থেকেই পরবর্তীতে তিনি উপলব্ধি করেন এই সেক্টরে তার বেশ ইন্টারেস্ট রয়েছে। তাই তিনি ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ট্রাভেল এজেন্সি ব্যাবসা শুরু করেন। পরবর্তীতে তিনি IATA Accredited ,ASATA মেম্বার হন। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় রাহি ট্রাভেলস এর ১০টি ব্রাঞ্চ রয়েছে। বাংলাদেশি,ইন্ডিয়ান,সাউথ আফ্রিকান সহ ৩০ জন এর অধিক মানুষের কর্মসংস্থান তৈরী করেছেন তিনি, বর্তমানে রাহি ট্রাভেলস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট সহ , বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং, হোটেল/রিসোর্ট বুকিং,কর্পোরেট ভ্রমণ প্যাকেজ সহ ইউরোপ,আফ্রিকা,ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ভ্রমণ প্যাকেজ সেল করছেন তারা। পাশাপাশি তারা টিকিট হোলসেল ও করে থাকেন।
রাহি ট্রাভেলস থেকে শুধুমাত্র বাংলাদেশিরাই নয় ইন্ডিয়ান,আফ্রিকান, ইউরোপিয়ানরাও নানান ধরনের ভ্রমন বিষয়ক র্সার্ভিস নিয়ে থাকেন।

আদনান বলেন, সবার জন্য শুরুটা কখনো সহজ হয় না। তবুও ছোট থেকে বাবা-মা, পরিবারের সমর্থন পেয়েছি বলে অনেক সহজেই আগাতে পেরেছি। ভ্রমণের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল। সেটাই হয়তো আমাকে সাফল্য দিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে আদনান বলেন, আমরা অনেকেই গ্রোসারি/রেস্টুরেন্ট ব্যাবসায় প্রচুর সময় ব্যয় করি।কিন্ত বর্তমানে সেই তুলনায় রিটার্ন পাচ্ছিনা ,তার উপর দোকানে নানান ধরনের রিস্ক তো আছেই, যদি এই সময়টুকু নতুন কিছু করার পেছনে ব্যয় করা যেতো তাহলে আমরা অনেকেই হয়তো স্বপ্নের চেয়েও বহুদূর যেতে পারতাম। যেমন বর্তমানে আমরা চাচ্ছি দক্ষিণ আফ্রিকায় রাহি ট্রাভেলস এর ফ্রাঞ্চাইজি দিতে, যেখান থেকে প্রবাসীরা আরও সুন্দর জীবনযাপন ও উন্নতি করতে পারবেন ও ভালো বেনিফিট পাবেন। বাংলাদেশিদের জন্য প্রচলিত ফ্রাঞ্চাইজি সিস্টেমের থেকে আমাদের ফ্রাঞ্চাইজি সিস্টেম অনেক সহজ করার চেস্টা করছি। অতি শীঘ্রই আমরা ফ্রাঞ্চাইজির ঘোষনা নিয়ে আসছি।
তিনি আরও বলেন, একটু বৃত্তের বাইরে চিন্তা আর চেষ্টা করলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় সুন্দর জীবন গড়া সম্ভব। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ব্যাবসা কিংবা চাকরির অবস্থা কতটা কঠিন তা হয়তো সবারই জানা। শিক্ষাগত যোগ্যতা বা ডিজিটাল দক্ষতার দাম এই দেশে নেই বললেই চলে। তাই এই দেশে চাকরির পেছনে পড়ে থাকলে হবে না। নিজেই ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে। এবং আপনিও গড়ে তুলতে পারবেন সুন্দর ক্যারিয়ার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page