সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনই সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু যারা পারেন, তারাই জীবনে সফল। এমন একজন উদ্যমী এবং তরুণ উদ্যোক্তা হলেন আদনান রাহি। যিনি দক্ষিণ আফ্রিকায় বিদেশের মাটিতে ইতিমধ্যে নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।
আদনান রাহির দেশের বাড়ি ফেনি জেলার দাগনভূইয়া থানায়। সবার মতো আদনানের ও ব্যাবসা করার প্রবল ইচ্ছে থাকায় সব সময় তার মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া ঘুরে বেড়াতো। কিন্ত ভ্রমণের প্রতি নেশা তার ছোট বেলা থেকেই পরবর্তীতে তিনি উপলব্ধি করেন এই সেক্টরে তার বেশ ইন্টারেস্ট রয়েছে। তাই তিনি ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ট্রাভেল এজেন্সি ব্যাবসা শুরু করেন। পরবর্তীতে তিনি IATA Accredited ,ASATA মেম্বার হন। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় রাহি ট্রাভেলস এর ১০টি ব্রাঞ্চ রয়েছে। বাংলাদেশি,ইন্ডিয়ান,সাউথ আফ্রিকান সহ ৩০ জন এর অধিক মানুষের কর্মসংস্থান তৈরী করেছেন তিনি, বর্তমানে রাহি ট্রাভেলস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট সহ , বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং, হোটেল/রিসোর্ট বুকিং,কর্পোরেট ভ্রমণ প্যাকেজ সহ ইউরোপ,আফ্রিকা,ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ভ্রমণ প্যাকেজ সেল করছেন তারা। পাশাপাশি তারা টিকিট হোলসেল ও করে থাকেন।
রাহি ট্রাভেলস থেকে শুধুমাত্র বাংলাদেশিরাই নয় ইন্ডিয়ান,আফ্রিকান, ইউরোপিয়ানরাও নানান ধরনের ভ্রমন বিষয়ক র্সার্ভিস নিয়ে থাকেন।
আদনান বলেন, সবার জন্য শুরুটা কখনো সহজ হয় না। তবুও ছোট থেকে বাবা-মা, পরিবারের সমর্থন পেয়েছি বলে অনেক সহজেই আগাতে পেরেছি। ভ্রমণের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল। সেটাই হয়তো আমাকে সাফল্য দিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে আদনান বলেন, আমরা অনেকেই গ্রোসারি/রেস্টুরেন্ট ব্যাবসায় প্রচুর সময় ব্যয় করি।কিন্ত বর্তমানে সেই তুলনায় রিটার্ন পাচ্ছিনা ,তার উপর দোকানে নানান ধরনের রিস্ক তো আছেই, যদি এই সময়টুকু নতুন কিছু করার পেছনে ব্যয় করা যেতো তাহলে আমরা অনেকেই হয়তো স্বপ্নের চেয়েও বহুদূর যেতে পারতাম। যেমন বর্তমানে আমরা চাচ্ছি দক্ষিণ আফ্রিকায় রাহি ট্রাভেলস এর ফ্রাঞ্চাইজি দিতে, যেখান থেকে প্রবাসীরা আরও সুন্দর জীবনযাপন ও উন্নতি করতে পারবেন ও ভালো বেনিফিট পাবেন। বাংলাদেশিদের জন্য প্রচলিত ফ্রাঞ্চাইজি সিস্টেমের থেকে আমাদের ফ্রাঞ্চাইজি সিস্টেম অনেক সহজ করার চেস্টা করছি। অতি শীঘ্রই আমরা ফ্রাঞ্চাইজির ঘোষনা নিয়ে আসছি।
তিনি আরও বলেন, একটু বৃত্তের বাইরে চিন্তা আর চেষ্টা করলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় সুন্দর জীবন গড়া সম্ভব। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ব্যাবসা কিংবা চাকরির অবস্থা কতটা কঠিন তা হয়তো সবারই জানা। শিক্ষাগত যোগ্যতা বা ডিজিটাল দক্ষতার দাম এই দেশে নেই বললেই চলে। তাই এই দেশে চাকরির পেছনে পড়ে থাকলে হবে না। নিজেই ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে। এবং আপনিও গড়ে তুলতে পারবেন সুন্দর ক্যারিয়ার ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page