আমতলীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় লোকজ রিসোর্স সেন্টারে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ অবহিত করন সভার আয়োজন করে। সভায় জানানো হয় আমতলীতে এবছর ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস টিকা খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপেিত্বে লোকজ রিসোর্স সেন্টারে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, ওয়াল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার লিটন হিউবাট কোরাই, এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমন্টে অফিসার রাধা রানী, খোকন দাস ও জ্যাকলিন টুম্পা মন্ডল প্রমুখ।
সভাপতি বিপ্লব আইজাক সরদার জানান, আগামী ১৫ মার্চ উপজেলার হলদিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও পৌরসভার শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর জন্য সরকারী দপ্তরকে সহায়তার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই ক্যাম্পেইন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ৯৭ জন্য কর্মী দিনভর প্রতি ক্যাম্পে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page