মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা আসামির আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের সহকর্মী ১৬ বছর বয়সী নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলাও রয়েছে।মামলা করেন ভুক্তভোগীর পরিবার
মামলার পর থেকেই আপেল মাহমুদ পলাতক ছিলেন। নারী এসআই রেনুকার নেতৃত্বে তাকে গ্রেফতার করে, শিবচর থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃগোলাম সারোয়ার নাদিম
১৪/৩/২৫
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।