
আমতলী পৌরসভার বর্জ্য ফেলে পায়রা নদীর পানি দূষনের প্রতিবাদে শুক্রবার বিকেলে পৌরসভার সামনে এবং নদীর তীরে ঘন্টাব্যাপী দুদফা এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় ধরা বরগুনা এ কর্মসূচীর আয়োজন করে।
সাংবাদিক ও এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ নূহু উল আলম নবীন, সাংবাদিক মুশফিক আরিফ ও মোহনা আক্তার প্রমুখ।
একই দিন শুক্রবার সকালে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষন বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবীতে শহরের জেটি ঘাট নামক স্থানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক আমিনুল ইসলাম আমির, সাংবাদিক হাইরাজ মাঝি ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা আমতলীতে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং পায়রা নদী দূষনের হাত থেকে রক্ষা ও তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রে্যর বর্জ্য পায়রা নদীতে ফেলে পানি দূষনের প্রতিবাদ করেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।