আমতলীতে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে ধর্মীয় নেতাদের সাথে শনিবার সকাল ১০টায় লোকজ রিসোর্স সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমাম মাদরাসা শিক্ষক ও পুরোহিতসহ ৩৫ জন অংশগ্রহন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মধ্য তারিকাটা দখিল মাদরাসার সুপার মো. ফারুক আহম্মদ, নাচনা পারা জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ, আমতলী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জামে মসজিদের ইমাম মো. আল-আমিন, পুরোহিত বিভ্থতি রঞ্জন চক্রবর্তী, আমতলী পৌরসভার কালি মন্দিরের সভাপতি সুবোধ চন্দ্র শীল, এনএসএস এর প্রেগ্রাম ম্যানেজার মৃদুল সরকার
কমিউনিটি ডেলেপমেন্ট অফিসার খোকন দাস প্রমুখ।
সভায় মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষা নির্যাতন ও সহিংসতা প্রেিরোধে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করা হয়
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।