শরীয়তপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জেলা কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কর্মপরিষদ সদস্য শাহজালাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব হাশেমী বলেন, জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ,যোগ্য, দক্ষ নেতৃত্ব। এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।
প্রধান বক্তা ড. মোশারাফ হোসেন মাসুদ বলেন, দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না। সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দেশের জন্য কাজ করে যায়। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার উপরে দেশ এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এতে শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।