শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, শিশু শ্রম ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১ টায় কেএনলেন সড়কের লোকজ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপকুমার পাল। সভায় অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র শীল, শিক্ষার্থী প্রতিনিধি হেলাল উদ্দিন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্রাকলিন টুম্পা মন্ডল ও মো. আখতার হোসেন প্রমুখ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।