আমতলীর পৌরসভার ফায়ারা সার্ভিসের সামনে থেকে মঙ্গলবার গভীর রাতে আন্তজেলা ডাকাত দলের সদস্য ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবলাস (৪০) ও তার সহযোগী আন্তজেলা ডাকাত দলের আরেক সদস্য ৪টি ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামী সামসুল হক (৪৬) কে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। এবলাস আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে। তার নামে আমতলী সহ বিভিন্ন থানায় ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলা রয়েছে। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তার সহযোগি সামসুল হক পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের আমজেদ চৌকিদারের ছেলে। তার নামে মহিপুর কলাপাড়া ও তালতলীসহ বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এবলাস ও সামসুল হক একটি অটো রিকসা যোগে পটুয়াখালির দিকে যাচ্ছিল। আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে আঞ্চলিক মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এবলাস ও সামসুল হক নামে দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এবলাস একজন ভয়ংকর খুনি এবং ডাকাত। তার নামে ৩টি খুনসহ ২টি ডাকাতি মামলা রয়েছে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সামসুল হকও একজন ভয়ংকর আন্তজেলা ডাকাত দলের সদস্য। মহিপুরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজি্েট্রট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
#তাংরিখ: ১৯/৩/২৫ইং
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page