
২১ শে মার্চ (শুক্রবার) সাভার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামাগেন্ডা খাল পাড়ের উত্তর পাড়ার জরাজীর্ণ নিচু রাস্তাটি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন এবং সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।
দীর্ঘদিন যাবত ভরাট না করায় এলাকার শ্রমজীবী মানুষ এবং ছাত্রছাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছিলো, বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং গার্মেন্টস শ্রমিকরা বর্ষা মৌসুমে পরেন চরম বিপাকে।
এসময় উপস্থিত ছিলেন মো: সামসুল হক, সাবেক ইউপি সদস্য মো: ছানোয়ার হোসেন ছানু মেম্বার,ডা: মো: মোহসীন, আব্দুস সালাম মোল্লা, মো: শাহাদাৎ হোসেন, মো: সুমন আহমেদ, মো: আলমাস হোসেন মো: আজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এই রাস্তায় মাটি ভরাট করেছিলাম পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বীনা ভোটের চেয়ারম্যান কোন কাজ করে নাই৷ বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন বলেন আমি দায়িত্ব পাওয়ার পর এলাকাবাসী যোগাযোগ করলে,, রাস্তাটি জরুরি হওয়ায়, রাস্তাটি ভরাট করার উদ্যোগ নিই। আমি যতদিন সাভার ইউনিয়নের দায়িত্ব থাকি সকলকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবো।
রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর ভিতরে উৎসব মুখরিত আনন্দ বিরাজ করে।