গোপালগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১৫৪টি মামলায় জব্দকৃত গাজাঁ, ফেন্সিডিল, ইয়াবা ও বিদেশী মদসহ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজের পাশে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন ভূইয়া জানান, বিভিন্ন সময় জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে। এ সব ঘটনায় ১৫৪টি মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হলো। এর মধ্যে ২৯ বোতল বিদেশী মদ, ৯৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫’শ ১৩ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৪’শ ৩৭ পিস ইয়াবা, ৯৬ বোতল সয়াবিন তেল, ঢাল, শার্ট, লুঙ্গি, কাপড়সহ বিভিন্ন মালামাল ভেঙ্গে ও পুড়িয়ে দেয়া হয়।
এসময় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ ও মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো: সিরাজুল ইসলাম, মালখানার কর্মকর্তা এস আই আব্দুল মাজেদ, সদর থানার এস আই মো: মারিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page