বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। দেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নি, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে চায়, নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আগামী নির্বাচনে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার লেংগুড়া ও সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়
তিনি আরো বলেন, অসংখ্য লাশের উপর দিয়ে বাংলাদেশ আবারো সঠিক রাস্তায় ফিরে এসেছে। দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা বজায় থাকবে। মানুষ মন খুলে কথা বলতে পারবে। মানুষের এসব দাবির পক্ষে গিয়ে কথা বলতে বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। হেঁটে হেঁটে কারাগারে গিয়ে হুইল চেয়ারে করে ফিরতে হয়েছে। দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারেক রহমান দেশে ফিরতে পারেন নি। অচিরেই তারেক রহমান বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরবেন ইনশাআল্লাহ।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ’র যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
উপজেলা কৃষকদলের আহবায়ক মাহবুব আলম, উপজেলা বিএনপি’র সাংগঠিনক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন প্রমুখ।
ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
You cannot copy content of this page