বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।
বুধবার ২৬ মার্চ প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, সাব-রেজিষ্টার, আমতলী সরকারী কলেজ, পল্লীবিদ্যুৎ, বিভিন্ন সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, আমতলী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে।
পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ওসি আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page