সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।
২৬ মার্চ দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,গোয়াইনঘাট থানা,জাতীয়তাবাদী দল বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয়তাবাদী ছাত্রদল,রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ৯টায় উজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ভিডিপি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান,জনস্বাস্থ্যের সহকারি প্রকৌশলী মোঃ ইউনুস,ওসি ( তদন্ত) এ কে এম রিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম ও মোঃ আব্দুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।
শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page