মাদারীপুরের কালকিনিতে ওহিদুজ্জামান তুহিন সরদার (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নিহতের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তুহিন সরদার পৌর এলাকার ঝাউতলা গ্রামের সালাহউদ্দিন সরদারের ছেলে। তবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, যুবক ওহিদুজ্জামান তুহিন সরদার বাসায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে তুহিনের দেহ। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তুহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page