মাদারীপুরের কালকিনি উপজেলার ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
এ উপলক্ষে রবিবার(৩০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডার চর খানকাহে সুরেশ্বরী জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতিতে করেন সৈয়দ মাওলানা মোঃ মোকসেদ মিয়া।
প্রায় দেড় শতাধিক মানুষ নামাজে অংশগ্রহন করেন।
কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাট,মোল্লারহাট সহ উপজেলার প্রায় ১০টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
নামাজ শেষে ঈদ পালনকারীরা একে অপরের সাথে কোলাকুলি করেন, মিষ্টি বিতরণ করেন।
জানা যায়, প্রায় দেড় শত বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।
সুরেশ্বরের ভক্ত মোসলেম ও করিম জানান, আমরা সৌদির সঙ্গে মিল রেখে প্রতি বছর দুটো ঈদই পালন করে আসছি। এ নিয়ে আমাদের কোন সমস্যা হয় না।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page