ঈদের আগের দিন মাদারীপুরের কালকিনিতে পানের বরজে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পান চাষীর প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
রোববার (৩০ মার্চ) দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পৌরসভার দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের নুর ইসলাম ঘরামীর ছেলে রুবেল ঘরামী তার নিজ জমিতে বিভিন্ন ধরনের আবর্জনা পোরানের জন্য আগুন দেন। পরে রুবেল ঘরামীর দেয়া আগুন তার জমির পাশের একটি পানের বরজে লেগে যায়। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি পানের বরজে ছড়িয়ে পরে।পরে স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পান চাষী মোঃ এনায়েত হোসেন, মোঃ শাহেদ বেপারী, আবুল রাঢ়ী, আব্দুর রব রাঢ়ী ও মোঃ মালেক বেপারীর মোট পাঁচটি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে পাঁচজন পান চাষীর প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
পানচাষী মোঃ এনায়েত হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন,"রুবেল ঘরামী তার নিজ জমিতে আগুন দেয়। আর সে আগুনে আমাদের পাঁচটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো। আগুনে আমাদের ঈদ আনন্দও পুড়ে ছাই হয়ে গেল।"
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জমাদার বলেন, আগুন লাগার অনেক পরে আমরা খবর পেয়েছি। তবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে এনেছেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page