মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন(২৫) এবং শরিয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী(১৯), জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান(২১) এবং ইসকান খানের ছেলে অলি খান(২২)। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার(১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার বাবুখাঁর ব্রীজ এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুপুরে বেপরোয়া গতিতে তিনটি পরস্পর বিপরীতমুখী মোটরসাইকেল বাবুখাঁর ব্রীজের কাছে সংঘর্ষ হয়। ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু এলাকায় ঘুরতে বের হন ওই যুবকেরা। প্রথমত দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল চলে এলে সেটিও সংঘর্ষের মধ্যে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় ঢালীর মৃত্যু হয়। পরে অলি খান ও রমজান নামে আরও দুই যুবকের মৃত্যু হয়।
বেপরোয়া গতির কারণে দূর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন,'দূর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুইজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শরিয়তপুরের জাজিরা এলাকার ৩ জন ও শিবচরের ১ জন বলে জানতে পেরেছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ বলেন,'মোটরসাইকেল দূর্ঘটনায় মোট ৪ জনে মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির কারনেই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page