মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইব্রাহিম মাদবর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম মুন্সিগন্জ জেলা শ্রীনগর উপজেলার সিরাজ মাদবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহীম ঈদের ছুটিতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে তার নানা বাড়িতে বেড়াতে আসলে দুপুরে ইব্রাহীম অন্য শিশুদের সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়।
শিশুদের সঙ্গে আনন্দ করার এক পর্যায় পা পিছলে নদীর গভীরে তলিয়ে যায় পড়ে এলাকার লোকজন অনেক খুজা খুজির পর তাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য ডাক্তার ইব্রাহিমকে মৃত্য ঘোষনা করেন। জানা যায় সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ইব্রাহিমের মৃত্যু হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page