শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের এবং য়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৈনিক মো: আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি ২৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে, বর্তমানে ২৪ পদাতিক ডিভিশনের এডহক রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আল মামুন। শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page