ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন মাদারীপুরের শিবচরের 'বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব' এর সদস্যরা ইংরেজি ভাষায় লিখিত প্রতিবাদী লেখা সংযুক্ত প্লে-কার্ড ফেস্টুন হাতে নিয়ে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানায় তারা
এ সময় প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া ক্লাবের সদস্যরা
ফিলিস্তিনে মুসলিমদের উপরে হামলা দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও ইসরাইলের সকল পণ্য ব্যবহার না করার ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে , সাংবাদিক অপূর্ব চৌধুরী জয় বলেন, আমি সনাতন ধর্মের হয়েও এই প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেছি। এটি শুধু বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদ নয়, এটি সকল বাংলাদেশীদের প্রতিবাদ। আমরা প্রত্যাশা করছি দ্রুতই জাতিসংঘের হস্তক্ষেপে ফিলিস্তিনের মুসলিমদের উপরে করা বর্বরোচিত হামলা বন্ধ হবে।
ক্লাবের সদস্যরা ছাড়া এসময় উপস্থিত ছিলেন, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি
সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক মো : তারেক মাদবর, ও হিমেল এবং সদস্য নিরব গোমস্তা, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page