আমতলীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পয়লা বৈশাখ ১৪৩২ উদযাতি হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। সকাল ৮টায় উপজেলা পরিষদে ও হলরুমের সামনে বর্ষবরন উপলক্ষে জাতীয় সঙ্গীত ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে বৈশাখের গান পরিবেশন করা হয়। সকাল সাড়ে ৮ টায় এক বর্নঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
সকাল ৯টায় পৌরসভার আয়োজনে হল রুমে পান্তা খাওয়ার আয়োজন করা হয়। বিকেলে আমতলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীন খেলা হা-ডু-ডু, কাবাডি ও মোরগ যুদ্ধ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page