মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকায় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম কামরুজ্জামান (২৫), পিতার নাম দাদন চুকদার, বাড়ি সরদার কান্দী, বি কে নগর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ব্রিজ সংলগ্ন একটি স্থানে রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে আমরা কাজ করছি।"
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বলছে, খুব শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page