আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০ টায় সময় এ ঘটনা ঘঠে। নিহত রিপন আঠার গাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে। পেশায় সে একজন কৃষক।
আমতলী থানার গাজীপুর পুলিশ ফারি সূত্রে জানা গেছে, আঠার গাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৪) রবিবার সকাল ১০টার সময় দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনে মাঠে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনান্থলেই মৃত্যু বরন করেন। বৃষ্টি শেষ হলেও রিপন ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে খুঁজেতে গিয়ে দেখেন বজ্রপাতের আঘাতে রিপনের পুরে যাওয়া মরদেহ মাটিতে লুটিয়ে পরে আছে। এ সময় তারা রিপনকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page