শরীয়তপুরের সখিপুর থানার আশ্রফ বেপারী কান্দি গ্রামে বজ্রপাতে সেফালী বেগম (৪৫) স্বামী সোরাফ বেপারী, নামের এক নারী মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে সেফালী বেগম মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের সরাসরি আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেপারী কান্দি এলাকার শাহীন বেপারি জানান, বজ্রপাতের শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে সেফালী বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পরিবার ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক বলেন প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, মৃত্যু নিশ্চিত করার জন্য পরিবার ভেদরগঞ্জ সরকারি হাসপাতাল নেওয়া হয়েছে”
এদিকে, বজ্রপাতের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে কাজ না করার আহ্বান জানিয়েছেন।
You cannot copy content of this page